{{theTime}} |   Fri 19 Jan 2018

আমিরাতের যুদ্ধবিমান লঙ্ঘন করল কাতারের আকাশসীমা

প্রকাশঃ শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮    ১৯:২৯
আমিরাতের যুদ্ধবিমান লঙ্ঘন করল কাতারের আকাশসীমা
আমিরাতের যুদ্ধবিমান লঙ্ঘন করল কাতারের আকাশসীমা
অনলাইন ডেস্ক নিউজ

গত মাসের ২১ তারিখে স্থানীয় সময় সকাল পৌনে দশটায় আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে। একে কাতারের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটেছে বলেও উল্লেখ করা হয়েছেসংযুক্ত আরব আমিরাত বা ইউএই' যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে কাতার

গত মাসে ঘটনা ঘটেছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে দেশটি পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজ সীমান্ত আকাশ রক্ষার অধিকার কাতারের আছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দোহা

কাতার সংবাদ সংস্থা বা কিউএনএ আজ (শুক্রবার) এর খবরে বলা হয়েছে, আমিরাতের যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের কাছে অভিযোগ পেশ করেছেন দেশটির জাতিসংঘ দূত শেইখা আলিয়া আহমেদ বিন সাইফ আলে সানি। অভিযোগ সংবলিত বার্তা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে

অভিযোগ বলা হয়েছে, ভবিষ্যতে আবারো ধরণের ঘটনা ঘটলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে অভিযোগ বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে কাতার

 

add.jpg
add.jpg

সম্পাদক

কাজী এম আনিছুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রকাশক

মোঃ আব্দুল হামিদ

আমাদের সাথে থাকুন
সদ্য সংবাদ