{{theTime}} |   Fri 19 Jan 2018

আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত

প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮    ২১:৩৪
সংগৃহীত
সংগৃহীত
রাকিব আল হাসান

ভারত সর্বশেষ আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ২০০৭ সালে। এরপর পার হয়েছে প্রায় ১১ বছর, এই বছরের জুনে আয়ারল্যান্ড সফর যাবে ভারত। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে যাবে তারা।

২০০৭ সালে একমাত্র ওয়ানডে খেলতে আয়ারল্যান্ডে গিয়েছিলো ভারতে। সে ম্যাচ আয়ারল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করে তারা। তবে এবার খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ জুন ডাবলিনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি (বুধবার) এই সফর নিশ্চিত করে বিসিসসিআই।

জুনে প্রায় দুমাসের লম্বা সফরে বের হবে ভারত। আয়ারল্যান্ড সিরিজের পরই ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সাথে থাকছে তিন ওডিআই ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও।

ভারত এই বছর ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। অনেকগুলো বিদেশ সফর রয়েছে। উল্লেখ্য ভারত এই মহূর্তে দক্ষিণ আফ্রিকায় আছে। সেখানে প্রথম টেস্টে বাজে ভাবে হেরেছে তারা। তাই বলায় যায় ইংল্যান্ডে তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

add.jpg
add.jpg

সম্পাদক

কাজী এম আনিছুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রকাশক

মোঃ আব্দুল হামিদ

আমাদের সাথে থাকুন
সদ্য সংবাদ