{{theTime}} |   Wed 17 Jan 2018

ঝিনাইদহে ৭ কেজি ৭’শ গ্রাম রূপাসহ চোরাচালান সিন্ডিকেটের ৩ সদস্য আটক

প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮    ২১:১৬
আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৭ কেজি ৭’শ গ্রাম রূপাসহ চোরাচালান সিন্ডিকেটের ৩ সদস্য আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার দুপুরে শহরের কেসি কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় একটি প্রাইভেট কার।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, আটক ইমরান আহমেদ চুয়াডাঙ্গার কেদারগঞ্জ বাসস্ট্যান্ড পাড়ার, জাহিদুল ইসলাম দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামের ও উৎসব আলী চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার। জব্দকৃত রূপা ভারত থেকে অবৈধপথে এনে পাচার করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের কেসি কলেজের সামনে চেকপোষ্ট বসায় তারা। এ সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে ফরিদপুর গামী একটি প্রাইভেটকারে তল্লাসী করে ৭ কেজি ৭’শ গ্রাম রূপাসহ তিনজনকে আটক করা হয়। 

add.jpg
add.jpg

সম্পাদক

কাজী এম আনিছুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রকাশক

মোঃ আব্দুল হামিদ

আমাদের সাথে থাকুন
সদ্য সংবাদ