{{theTime}} |   Sun 21 Jan 2018

দ্রাবিড়ের জন্মদিনে নগ্ন হলেন পুনম

প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮    ২০:২৪
অনলাইন ডেস্ক নিউজ

নগ্নতা, যৌনতা, এই শব্দগুলো মডেল পুনম পান্ডের ক্ষেত্রে বহু পুরোনো। ১১ জানুয়ারি বৃহস্পতিবার প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক রাহুল দ্রাবিড়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পুনম যে কাণ্ডটা ঘটিয়েছেন তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি রাহুল দ্রাবিড় নিজেও।

তবে এখানেই শেষ নয়। রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানানো ছাড়াও সম্প্রতি, পুনম পান্ডে তাঁর ইনস্টাগ্রামে আরও বেশকিছু ছবি পোস্ট করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অবশ্য পুনমের কথা যদি ধরতে হয়, তাহলে বলতে হয়  তিনি 'নগ্ন' নন 'ভালোবাসার পোশাক' পরে রয়েছেন। হ্যাঁ, গত বুধবার কিছুটা আবছা একটি নগ্ন ছবি পোস্ট করে এমন দাবিই করেছেন পুনম।  

তাঁর এই নগ্ন শরীরকেই জড়িয়ে ধরার আহ্বানও জানিয়েছেন পুনম।

এই বিভাগের অন্যান্য সংবাদ

add.jpg
add.jpg

সম্পাদক

কাজী এম আনিছুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রকাশক

মোঃ আব্দুল হামিদ

আমাদের সাথে থাকুন
সদ্য সংবাদ