{{theTime}} |   Sun 21 Jan 2018

বিএনপি থেকে অর্ধ ডজন মেয়র প্রার্থী মনোনয়ন ফরম নিচ্ছেন

প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮    ১৫:০৭
নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের (ডিএনসিসি) থেকে এবার প্রায় অর্ধ ডজন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন ফরম নিচ্ছেন।

রোববার বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। চলবে বিকেল চারটা পর্যন্ত। দিনের শুরুতেই বেলা ১১টার দিকে বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ নয়াপল্টনে এসে মনোনয়ন ক্রয় করেন। এসময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন।

দুপুর ১২ টার পর মনোনয়ন ফরম নেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।

দুপুর ১টা ৩০ মিনিটে মনোনয়ন ফরম কিনেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আসাদুজ্জামান রিপন। দুপুর ২টা ৩০ মিনিটে আসবেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল এছাড়াও বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মেজর (অব.) কামরুল ইসলাম ও মনোনয়ন নিতে আসবেন।

বিএনপির এই মনোনয়ন ফরম ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে।

add.jpg
add.jpg

সম্পাদক

কাজী এম আনিছুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রকাশক

মোঃ আব্দুল হামিদ

আমাদের সাথে থাকুন
সদ্য সংবাদ