{{theTime}} |   Sun 21 Jan 2018

রুহ্ম বা কালো ঠোঁটকে গোলাপী করতে ৭টি টিপস

প্রকাশঃ বুধবার, ১০ জানুয়ারী ২০১৮    ১৮:৪৫
অনলাইন ডেস্ক নিউজ

অনেকসময় ঠোঁটের অযত্নের কারনে ঠোঁট কালো বা রুহ্ম হয়ে যায়। এ নিয়ে মেয়েরা দারুন ভোগান্তি পোহায়। কিছু নিয়ম মেনে চললে আপনিও পেতে পারেন সুন্দর ও আকর্ষণীয় ঠোঁট।

১. লেবুর ভেতরের এসিড ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে। তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঘরে বসেই নিতে পারেন ঠোঁটের পুরোপুরি যত্ন। প্রলেপটি মাখার একঘন্টা পর ধুয়ে নিন।

২. লেবুর রসের সাথে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখুন। কয়েকদিনেই আপনি পাবেন চমত্কার ফলাফল।

৩. বাদামের তেল, মধু ও চিনির মিশ্রন করুন। প্যাকটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না, কোমলতাও বাড়াবে।

৪. ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘষে নিন। সাথে রাখতে পারেন জাফরানও। এই দুটি সহজলভ্য উপাদানের নিয়মিত ব্যবহার আপনার শুষ্ক ঠোঁটকে সারিয়ে তুলবে এক নিমিষেই।

৫. কমলালেবু খাবার সময় এর বীচিগুলোকে সংরক্ষণ করুনএবং নিয়মিত ঠোঁটকে এগুলোর দ্বারা পরিষ্কার করুন।

৬. প্রতিদিন টমেটো পেষ্ট করে ঠোঁটে মাখুন। আপনার ঠোঁট হবে উজ্জ্বল।

৭. শশার রসও ঠোঁটের কালো হওয়কে প্রতিরোধ করে। ফলাফল পেতে প্রতিদিন অন্তত ৫ মিনিট শসার রস ঠোঁটে ঘষুন।

add.jpg
add.jpg

সম্পাদক

কাজী এম আনিছুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রকাশক

মোঃ আব্দুল হামিদ

আমাদের সাথে থাকুন
সদ্য সংবাদ