{{theTime}} |   Sun 21 Jan 2018

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জন আসামী গ্রেফতার

প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮    ১৭:৩৪
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ জন জামায়াত নেতা-কর্মীসহ সর্বমোট ৩৩ জন আসামী গ্রেফতার।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কলারোয়া থানা ৯ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৩ জন, দেবহাটা থানা ৩ জন ও  পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি রাইজিং নিউজ কে নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 

add.jpg
add.jpg

সম্পাদক

কাজী এম আনিছুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রকাশক

মোঃ আব্দুল হামিদ

আমাদের সাথে থাকুন
সদ্য সংবাদ