{{theTime}} |   Fri 19 Jan 2018

২০১৮ থেকে আর যে ফোনগুলিতে চলবে না হোয়াটসঅ্যাপ

প্রকাশঃ মঙ্গলবার, ০২ জানুয়ারী ২০১৮    ২২:০৩
সংগৃহীত
সংগৃহীত
অনলাইন ডেস্ক নিউজ

আর মাত্র ক’টা দিন বছর শেষ হতে। এক সপ্তাহও বাকি নেই। তার পরই এসে পড়বে ২০১৮। আর কয়েকটি ফোনে মৃত্যুঘণ্টা বেজে যাবে হোয়াটসঅ্যাপের তার সঙ্গেই। 

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাও দ্রুত হারে বেড়ে চলেছে। এর গ্রহণযোগ্যতা নতুন প্রজন্মের কাছে যেমন বাড়ছে, পরবর্তী প্রজন্মের কাছেও তেমনই বাড়ছে। কিন্তু বছর ফুরতেই সেই গুরুত্বপূর্ণ অ্যাপটির মেয়াদ ফুরবে কয়েকটি ফোনে।

এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যে ফোনগুলিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ব্ল্যাকবেরি ও ব্ল্যাকবেরি ১০ সেগুলিতে হোয়াটসঅ্য়াপ বন্ধ হয়ে যাবে। উইন্ডোজ ফোন ৮.০-তেও চলবে না হোয়াটসঅ্যাপ। এ ছাড়া নোকিয়া এস৪০ ফোনেও এই অ্যাপকে আর পাওয়া যাবে না আগামী বছর অর্থাৎ ২০১৮-এর ৩১ ডিসেম্বরের পর থেকে। বছর শেষেই এই ধরনের ফোনগুলিতে ‘আলবিদা’ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের। এ ছাড়াও অ্যান্ড্রয়েডের ২.৩.৭ বা তার থেকেও কম ভার্সনের ফোনগুলিও হোয়াটসঅ্যাপকে হারাবে ২০২০-এর ডিসেম্বরের পরে।

ফেসবুকের তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা যাতে বজায় থাকে, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

add.jpg
add.jpg

সম্পাদক

কাজী এম আনিছুল ইসলাম

ভারপ্রাপ্ত প্রকাশক

মোঃ আব্দুল হামিদ

আমাদের সাথে থাকুন
সদ্য সংবাদ